Wellcome to National Portal

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মোবাইল নং- ০১৯০১-০২২৩৫৩, টেলিফোন নং-০২৫৮৮৮৩০০৯২

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ফায়ার সার্ভিস এর ইতিহাস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। তৎকালীন বৃটিশ সরকার অবিভক্ত ভারতে ১৯৩৯-৪০ অর্থ সালে ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। বিভক্তিকালে আঞ্চলিক পর্যায়ে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলায় বাংলার জন্য (কলকাতাবাদে) বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। ১৯৪৭ সনে এ অঞ্চলের ফায়ার সার্ভিসকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয়। অনুরূপভাবে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতে বে-সামরিক প্রতিরক্ষা বিভাগ প্রাথমিক পর্যায়ে Air Raid Precautions (ARP) এবং পরবর্তী পর্যায়ে ১৯৫১ সনে আইনি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স অধিদপ্তর সৃজিত হয়। কর্মব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ নামে ১টি বিভাগ সৃষ্টি হয়।

 ১৯৮১ সালের ৯ই এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অর্ন্তভুক্ত হয়।


সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এর তথ্যাদি

স্টেশনের নামঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিরাজগঞ্জ

স্টেশন চালুর তারিখঃ ০১/০১/১৯৬৬ খ্রিঃ

জমির পরিমাণঃ ০.৬৪ একর

মৌজাঃ ভুতের দিয়ার/৮৬

খতিয়ান নং-আরএস-১২

এল এ কেইস নং-১৩/১৯৬২-৬৩

এস এ নং-৫৪২, ৫৪৬

আর এস নং-৪৮


সিরাজগঞ্জ এর ভৌগলিক পরিচিতি

সিরাজগঞ্জ জেলা ২৪০০' - ২৪৪০' পশ্চিম অক্ষাংশে এবং ৮৯২০' - ৮৯৫০' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত । এ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবস্থিত। এ জেলার আয়তন ২৪৯৭.৯২ ব: কি.মি.।

 আয়তন : সিরাজগঞ্জ জেলার মোট আয়তন ২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার। উপজেলাগুলোর আয়তন যথাক্রমে সিরাজগঞ্জ সদর ৩২৫.৭৭ বর্গ কি. মি, উল্লাপাড়া ৪১৪.৪৩ বর্গ কি.মি, রায়গঞ্জ ২৬৭.৮৩ বর্গ কি.মি, বেলকুচি ১৬৪.৩১ বর্গ কি.মি, কাজিপুর ৩৬৮.৬৩ বর্গ কি.মি, শাহজাদপুর ৩২৪.৪৭ বর্গ কি.মি, কামারখন্দ ৯১.৬১ বর্গ কি.মি, চৌহালী ২৪৩.৫৭ বর্গ কি. মি এবং তাড়াশ ২৯৭.২০ বর্গ কি.মি।

 সীমানা : সিরাজগঞ্জ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবস্থিত। 

নদ-নদী : যমুনা, বড়াল, ইছামতি, করতোয়া, হুরাসাগর, গোহালা, বাঙ্গালী, গুমনী এবং ফুলঝুড়ি এ  জেলার প্রধান  নদ-নদী।


এক নজরে সিরাজগঞ্জ সদর উপজেলা

সিরাজগঞ্জ সদর উপজেলা আয়তন: ৩২৫.৭৭ বর্গ কিমি। অবস্থান: ২৪°২২´ থেকে ২৪°৩৭´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩৬´ থেকে ৮৯°৪৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কাজীপুর উপজেলা, দক্ষিণে কামারখন্দ ও বেলকুচি উপজেলা, পূর্বে সরিষাবাড়ী, ভুঞাপুর ও কালিহাতি উপজেলা, পশ্চিমে কামারখন্দ, রায়গঞ্জ ও ধুনট উপজেলা।

জনসংখ্যা ৪৮৪১৭০; পুরুষ ২৫৩০৫০, মহিলা ২৩১১২০। মুসলিম ৪৬৪৬২৩, হিন্দু ১৯৪২৪, বৌদ্ধ ২৫, খ্রিস্টান ২৮ এবং অন্যান্য ৭০।

জলাশয় প্রধান নদী: যমুনা, ইছামতি, হুরাসাগর।

প্রশাসন মোমেনশাহী জেলার অধীনে ১৭৭২ সালে সিরাজগঞ্জ সদর থানা গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।

১. উপজেলার নাম: সিরাজগঞ্জ সদর

২. উপজেলার মোট আয়তন: ৩২৫ বর্গ কিলোমিটার

৩.জেলা সদর হতে দুরত্ব : ০০ কি.মি.

৪. উপজেলার মোট লোকসংখ্যা : ৫,৭৮,৫৮৩ জন

৫. পুরুষ : ২,৯০,৮৯৭ জন

৬. মহিলা : ২,৮৭,৬৮৬ জন

৭. ১৮ বছরের উর্ধে : ২,৬৫,২০০ জন

৮. মোট খানার সংখ্যা : ১,০০,৫০০ টি

৯. প্রতি বর্গ কি.মি জনবসতি :১৭৩৪ জন

১০. জনসংখ্যার বৃদ্ধির হার  : ১.৪৬

১১. শিক্ষার হার : ৯৮.০৯%

১২. প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৯৮%

১৩. গ্র্রামের সংখ্যা : ২৯২টি

১৪. মোট মৌজা : ২০৫টি

১৫. উপজেলার মোট ইউনিয়ন: ইউপি- ১০ টি 

১৬. পৌরসভা-১ টি , পেৌরসভার ওয়ার্ড সংখ্যা : ১৫টি

১৭. পৌরসভার গ্রাম / মহল্লা সংখ্যা : ৫০টি

১৮. হাট - বাজারের সংখ্যা : ১৮টি

১৯. নদীর সংখ্যা : ০২টি

২০. বালু মহালের সংখ্যা : ০৩টি

২১. মোট জমির পরিমাণ : ৮০,৬৬৫ একর

২২. আবাদি জমির পরিমাণ ; ২৪,১৩৪ একর

২৩. অনাবাদি জমির পরিমাণ : ২৭,১৯৫ একর

২৪. আদর্শ গ্রামের সংখ্যা : ০৫টি

২৫. আশ্রয়ন প্রকল্পের সংখখ্যা : ০৬টি

২৬. আবাসন প্রকল্পের সংখ্যা : ০২টি

২৭. গুচ্ছ গ্রামের সংখ্যাঃ: ০১টি

২৮. ইউনিয়ন ভুমি অফিস : ১০টি

২৯. পাকা রাস্তা ; ১৫১ কি.মি.

৩০. কাঁচা রাস্তা : ৩১৩ কি.মি.

৩১.প্রধান ফসল : ধান, গম, পাট, আখ, আলু

৩২. কৃষি পরিবারের সংখ্যা : ৪৬৫৫৮টি

৩৩. সেচ আওতাধীন জমির পরিমাণ : ৪৩,৫০০ একর

৩৪. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ২৪৬টি

৩৫. কেজি স্কুল : ১০২টি

৩৬. মাধ্যামিক বিদ্যালয় ; ৬৪টি

৩৭. কারিগরী বিদ্যালয় ১২টি

৩৮. মহাবিদ্যালয় : ১৭টি

৩৯. এবতেদায়ী মাদ্রাসা : ১৫টি

৪০. ফোরকানিয়া মাদ্রাসা/ মক্তব : ১১৮টি

৪১. দাখিল মাদ্রাসা : ২০টি

৪২. সিনিয়ন মাদ্রাসা : ০৬ টি

৪৩. মসজিদ : ৮৮৪টি

৪৪. মন্দির : ৬২টি

৪৫. উপজেলার মোট স্বাক্ষরতার হার : ৭৩.০১%

৪৬. জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাভারির সংখ্যা: ৮৩.৪৪%

৪৭. মোট আবাদী জমির পরিমান: ২৩.১৯৪ হেক্টর

৪৮. হেক্টর প্রতি ফসলের পরিমান: ধান (বোরো, আউশ,রোপা) ৯১.৭১০ মে: টন, পাট (তোষা) ১৯৯৬ মে:টন

৪৯. সরকারি অফিসের সংখ্যা: ৩৫টি

৫০. নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠি

ক) বুনো/ভূমিজ সম্প্রদায়= ২৫৫৪ জন

খ) ক্ষত্রীয়/মালহা/তিওর= ১৫০০ জন

গ) মাহাতো= ৪০৪ জন

ঘ) রাজবংশী/মালো= ১৫৪২ জন

৫১. বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা: ৮৩৫জন

৫২. দর্শনীয় পর্যটন স্থান: বঙ্গবন্ধু যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক, হার্ড পয়েন্ট, রানীগ্রাম গ্রোয়েন, কাটাখাল ও ইলিয়ট ব্রিজ